মোবাইল ফোন কারখানা করছে ওয়ালটন

বাংলাদেশে মোবাইল ফোন তৈরির কারখানা করতে যাচ্ছে ওয়ালটন। মোবাইল ফোন সেট তৈরির কাঁচামাল আমদানিতে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে ২০১৭ সালের মধ্যে দেশেই মোবাইল হ্যান্ডসেট তৈরি করতে আগ্রহী ওয়ালটন কর্তৃপক্ষ। এলক্ষ্যে এরইমধ্যে দেড় শতাধিক প্রকৌশলী নিয়োগ দেয়া হয়েছে। তারা মোবাইল সেটের মানোন্নয়ন ও গবেষণা নিয়ে কাজ করছেন।
গতকাল শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী ওয়ালটন মোবাইল ডিস্ট্রিবিউটর কংগ্রেস-২০১৬ তে ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মঞ্জুরুল আলম অভি এ পরিকল্পনার কথা জানান। ’চলো একসাথে ইতিহাস গড়ি’ স্লোগানে শুরু হওয়া দিনব্যাপী কংগ্রেসে সারাদেশ থেকে আসা ওয়ালটন মোবাইল ফোন বিভাগের ২৫ টি জোনের ১৭০ জন ডিস্ট্রিবিউটর অংশ নেন।
কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএস নূরুল আলম রেজভী। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম শামসুল আলম, পরিচালক এসএম রেজাউল আলম, এসএম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ। - প্রেস বিজ্ঞপ্তি