সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ ইন্স্যুরেন্স ক্লেইমের চেক হস্তান্তর
সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বেতন কার্ড’ কর্মসূচির আওতায় গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে শ্রাবণী নিটওয়্যার লিমিটেডের মৃত কর্মচারীর পরিবারের কাছে ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের এমডি মো. খালিদ মাহমুদ খান ও শ্রাবণী নিটওয়্যারের এমডি মো. বেলায়েত হোসেন রিপন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এএমডি আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, ডিএমডি মাসুম উদ্দিন খান, মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার-ই-আজম।


