মিডল্যান্ড ব্যাংকের নতুন দুটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ‘মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ ও ‘মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড’ নামে দুটি নতুন মিউচুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট চুক্তি অনুমোদন করেছে। প্রতিটি ফান্ডের প্রাথমিক আকার ২৫ কোটি টাকা, এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ১০ শতাংশ বা আড়াই কোটি টাকা বিনিয়োগ করবে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান এবং ট্রাস্টি প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মো. মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।