জনতা ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির কুমিল্লা ও নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার কোটবাড়ীতে ব্যুরো বাংলাদেশের ট্রেনিং সেন্টারে গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি মো. ফয়েজ আলম ও মো. নজরুল ইসলাম। সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের জিএম ইনচার্জ মো. মফিজুল ইসলাম। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের জিএম ইনচার্জ মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব।
এ সম্মেলনে কুমিল্লা ও নোয়াখালী বিভাগের এরিয়া প্রধান ও অন্যান্য নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।