ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ৮৩তম ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স সম্পন্ন

ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (ডিবিটিআই) ৮৩তম ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ কার্যদিবসের এ প্রোগ্রামে মোট ৩২ জন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার (টিএসিও) প্রশিক্ষণ গ্রহণ করেন। কোর্স চলাকালীন প্রশিক্ষণার্থীরা সাধারণ ব্যাংকিং, ক্যাশ অপারেশন, গ্রাহকসেবা উৎকর্ষ, ঝুঁকি ও সম্মতি এবং ব্যাংক খাতের অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রোগ্রামের উদ্দেশ্য ছিল প্রশিক্ষণার্থীদের মধ্যে শক্ত ভিত্তি গড়ে তোলা, যাতে তারা ব্যাংকের চলমান সাফল্যে কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম হন।