ব্র্যাক ব্যাংক ও রবি আজিয়াটার মধ্যে চুক্তি স্বাক্ষর

রবি আজিয়াটা লিমিটেডকে পূর্ণাঙ্গ ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
রবি আজিয়াটা লিমিটেডকে পূর্ণাঙ্গ ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে ডিএমডি ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং প্রধান তারেক রেফাত উল্লাহ খান এবং রবি আজিয়াটার সিএফও এম রিয়াজ রাশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে দেশের শীর্ষ টেলিকম কোম্পানি রবি আজিয়াটা এখন থেকে ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ট্রানজেকশন ব্যাংকিং সক্ষমতার সুবিধা কাজে লাগাতে পারবে।