যুক্তরাষ্ট্রের ভিন্টন স্টিল প্রতিনিধি দলের জিপিএইচ ইস্পাত প্লান্ট পরিদর্শন

জিপিএইচ ইস্পাতের কুমিরার প্লান্ট পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের ভিন্টন স্টিলের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভিন্টন স্টিল জাপানের জেনারেল ম্যানেজার তাতসুইয়া ফুকুইয়ামা এবং ভিন্টন স্টিল ইউএসএর জেনারেল ম্যানেজার এডুয়ারডো গঞ্জালেজ। জিপিএইচের গ্রুপ চেয়ারম্যান ও এমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্লান্টে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান জিপিএইচ ইস্পাতের এএমডি মোহাম্মদ আলমাস শিমুল।