বিভিন্ন বিভাগে ছয় পুরস্কার অর্জন ফ্রেশের

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, নিয়েলসন আই কিউ এবং দ্য ডেইলি স্টার সম্প্রতি বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ১৪তম আসরের আয়োজন করে। এতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ বিভিন্ন ক্যাটাগরিতে ছয়টি পুরস্কার অর্জন করেছে।
ফ্রেশ আটা-ময়দা-সুজি, ফ্রেশ রিফাইন্ড সুগার এবং সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিজ নিজ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে। অন্যদিকে ফ্রেশ সল্ট ও ফ্রেশ টিস্যু তাদের ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান লাভ করেছে। মসলা ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে ফ্রেশ মসলা। সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার বাংলাদেশের সব ব্র্যান্ডের মধ্যে নবম জনপ্রিয় ব্র্যান্ড নির্বাচিত হয়েছে।
সারা দেশের প্রায় ১০ হাজার গ্রাহকের ওপর সরাসরি জরিপ চালিয়ে অ্যাওয়ার্ডে বিজয়ীদের নির্বাচন করা হয়। ৩৮টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়া হয়। দেশের শীর্ষস্থানীয় ১৫টি ব্র্যান্ডকে এ পুরস্কার দেয়া হয়েছে।