র্যাংগস ইলেকট্রনিকসের এলজি টিভি এক্সপো উদ্বোধন

মাসব্যাপী এলজি টিভি এক্সপো উদ্বোধন করেছে র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড।
ঢাকায় বসুন্ধরা সিটিতে গতকাল এটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাংগস ইলেকট্রনিকসের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, এমডি একরাম হোসেন, ডিএমডি বিনাস হোসেন, এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের এমডি পিটার ইয়ংগিল কো প্রমুখ।