শিরোনাম

South east bank ad

চাকরি মেলায় কর্মসংস্থান হলো ১০০ জনের

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

চাকরি মেলায় কর্মসংস্থান হলো ১০০ জনের

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চাকরি মেলায় কর্মসংস্থান হলো প্রায় ১০০ জনের। আরো প্রায় ৪০০-৫০০ জনের চাকরি হচ্ছে শিগগিরই।

বুধবার (৩১ আগস্ট) দিনব্যাপী এক চাকরি মেলার আয়োজন করে নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র। দেশে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর শিবপুর শাষপুর এলাকায় প্রতিষ্ঠিত নিজ ক্যাম্পসেই এ চাকরি মেলার আয়োজন করে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

মেলায় প্রাণ আরএফএল, পারটেক্স, ট্রান্সকম, ওকাপ, সম্ভব টেকনোলজি, বিডি জবস, স্পারো টেকনোলজি, বিগটেগ আইটি, নরসিংদী টিটিসিসহ প্রায় ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

মেলায় প্রায় এক হাজারেরও বেশি চাকরি প্রার্থী তাদের পছন্দ মতো চাকরির বিপরীতে কাগজপত্র জমা দেন। এরমধ্যে যাচাইবাছাই শেষে প্রায় ১০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বাকিদের মধ্যে আরো প্রায় ৪০০-৫০০ জনকে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ও সেইফ প্রকল্পের অর্থায়নে এবারের চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, নরসিংদী চেম্বারের পরিচালক নুরে আলম ছিদ্দিকী, হ্যালভেটাস বাংলাদেশের প্রতিনিধি খালিদ হোসেন এবং ওকাপের প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত জানান, এই মেলাকে ঘিরে যতটুকু আশা করেছিলাম তার থেকে প্রাপ্তিটা বেশি হয়েছে। এই মেলার মাধ্যম দেশে দক্ষ জনশক্তি তৈরি, মূল্যায়ন ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই ছিল মূল লক্ষ্য। আজ ১২টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় এক হাজারেরও বেশি চাকরি প্রার্থী তাদের আবেদন জমা করেছেন। এই থেকে যদি কিছু লোকেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলেই এই মেলা সার্থক বলে মনে করব।

এই প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেজমেন্ট (চাকরি লিয়াজো) কর্মকর্তা প্রকৌশলী মো. রোবেল মিয়া জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, মূল্যায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশে প্রথমবারের মতো এই চাকরি মেলার আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই মেলায় সকাল থেকে চাকরি প্রার্থীরা ঘুরে ফিরে মেলা পরিদর্শন করে তাদের পছন্দ অনুযায়ী পদের বিপরীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। এতে করে প্রায় এক হাজারের মতো প্রার্থী তাদের কাগপত্র জমা দেন। এই থেকে প্রথম দিনেই প্রায় ১০০ জনকে চাকরির জন্য মনোনীত করা হয়েছে। বাকিদের থেকে প্রায় আরো ৪০০-৫০০ জনকে ধারাবাহিকভাবে চাকরি দেওয়ার কথা বলেছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: