খান মহলে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চুয়াডাঙ্গার পলাশপাড়ায় "খান মহলে" পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এর রোগমুক্তি এবং আমার মরহুম বাবা-মা সহ চুয়াডাঙ্গাবাসী তথা গোটা দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, , বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল-আমীন, চুয়াডাঙ্গা জেলার ছাত্রলীগ সভাপতি মোহাইমেনুল হাসান জোয়ার্দ্দার অনিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।