শিরোনাম

South east bank ad

আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান সালমান এফ রহমানের

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান সালমান এফ রহমানের

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশে বিনিয়োগের শ্রেষ্ঠ সময় চলছে মন্তব্য করে এর সুযোগ নিতে প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

গতকাল বৃহস্পতিবার (১০মার্চ) দুপুরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আসুন দেখুন বাংলাদেশকে আর সেখানকার সুযোগ-সুবিধাগুলোও গ্রহণ করুন। সত্যি বলতে বাংলাদেশ এখন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসার জন্য সেখানে প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে। আরব আমিরাতের ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা সেই সুযোগ নিতে পারেন। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ দেশ। এখানে বিনিয়োগ লাভজনক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যাওয়া দেশের শীর্ষ ব্যবসায়ীদের উপস্থিতিতে ইকোনমিক ফোরামের এই আয়োজন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: