আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান সালমান এফ রহমানের

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশে বিনিয়োগের শ্রেষ্ঠ সময় চলছে মন্তব্য করে এর সুযোগ নিতে প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
গতকাল বৃহস্পতিবার (১০মার্চ) দুপুরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আসুন দেখুন বাংলাদেশকে আর সেখানকার সুযোগ-সুবিধাগুলোও গ্রহণ করুন। সত্যি বলতে বাংলাদেশ এখন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসার জন্য সেখানে প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে। আরব আমিরাতের ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা সেই সুযোগ নিতে পারেন। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ দেশ। এখানে বিনিয়োগ লাভজনক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যাওয়া দেশের শীর্ষ ব্যবসায়ীদের উপস্থিতিতে ইকোনমিক ফোরামের এই আয়োজন।