DBBL এর বিভিন্ন ডিজিটাল ডেলিভারী চ্যানেলের মাধ্যমে 'গার্হস্থ অর্থনীতি কলেজ'র শিক্ষার্থীদের ফি প্রদান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন ডিজিটাল ডেলিভারী চ্যানেল Rocket, NexusPay, Nexus Gateway এবং Agent Banking এর মাধ্যমে এখন খুব সহজেই Govt. College of Applied Human Science (Previous College of Home Economics) এর শিক্ষার্থীদের সকল ধরণের ফি (Tuition Fees, Admission fee, etc.) প্রদান করা যাচ্ছে । এই উপলক্ষ্যে সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংক এবং Govt. College of Applied Human Science (Previous College of Home Economics) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
Govt. College of Applied Human Science (Previous College of Home Economics) এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ প্রফেসর ইসমাত রুমিনা এবং ডাচ্-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ অপারেশন এন্ড লায়াবিলিটি ডিভিশনের প্রধান মোঃ মোশাররফ হোসেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ সাহাদাৎ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।