জনতা ব্যাংকের স্থাপিত মুজিব কর্নারে শত বই উপহার দিল জেবিএল আইটি ফোরাম
জনতা ব্যাংক লিমিটেডে স্থাপিত মুজিব কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০০ বই উপহার দিয়েছে জেবিএল আইটি ফোরাম।
সম্প্রতি ‘মুজিব শতবর্ষে শত বই উপহার’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের হাতে ফোরামের সদস্যরা বই তুলে দেন।
এ সময় ব্যাংকের ডিএমডি মো. জসিম উদ্দীন ও মো. আবদুল জব্বার, একেএম শরীয়ত উল্যাহ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের জিএমরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবিএল আইটি ফোরামের সভাপতি এলিন ববীর।