চট্টগ্রাম বিসিক, ইউনিসেফ, গেইন ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের যৌথ কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রামে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), ইউনিসেফ, গেইন ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম ইয়াহিয়া।
ওই অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ স ম জামসেদ খন্দকারের সভাপতিত্বে কি-নোট উত্থাপন করেন বিসিকের ডেপুটি জেনারেল ম্যানেজার (সম্প্রসারণ) মো. সরওয়ার হোসেন।