বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের ১০ম এজিএম অনুষ্ঠিত
সম্প্রতি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) ১০ম এজিএম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিআইএফএফএলের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (অর্থ বিভাগ) আব্দুর রউফ তালুকদার।
এ সভায় অংশগ্রহণ করেন পরিচালক ও শেয়ারহোল্ডার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, সেতু বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান এবং বিআইএফএফএলের সিইও এসএম আনিছুজ্জামান প্রমুখ।