ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে ২০২১ ও ২০২২ মেয়াদে মো. মোবারক হোসেন সভাপতি ও মো. আব্দুল হান্নান মিজি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, আনিসুর রহমান ও আবুল হোসেন, সহকারী সম্পাদক মো. জাহিদুল ইসলাম ও মো. আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মো. আবুল হাসেম, প্রচার সম্পাদক মো. ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক মো. সহিদ পরামাণিক, দপ্তর সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া, ক্রীড়া সম্পাদক মো. কাউছার আলম, সাংস্কৃতিক ও পরিবহন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মহিলা সম্পাদক পারভীন বেগম, সদস্য মো. কামাল হোসেন, মো. আলী মোর্তজা, শাওন রায়, মো. আরিফ হোসেন, আবদুল মালেক, নূরুল আলম পাটোয়ারী, পলাশ চন্দ্র ধর, মো. জসিম উদ্দিন, মো. হোসেন মহন, মো. ঝন্টু মৃধা ও মো. সেলিম শিকদার।