শিরোনাম

South east bank ad

আবুল খায়ের গ্রুপের অর্থায়নে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল পেল ৫০ অক্সিজেন সিলিন্ডার

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আবুল খায়ের গ্রুপের অর্থায়নে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল পেল ৫০ অক্সিজেন সিলিন্ডার

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। সিলিন্ডারগুলো গ্রহণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো। গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অগ্রণী ব্যাংকের উদ্যোগে আবুল খায়ের গ্রুপের অর্থায়নে এ অক্সিজেন সিলিন্ডার গুলো দেওয়া হয়। করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে জেলা প্রশাসক ও পৌর মেয়রের তৎপরতায় ৫০টি অক্সিজেন সিলিন্ডার দেয় প্রতিষ্ঠানটি। ৫০টি সিলিন্ডারের মধ্যে ১৫ লিটারের ২০টি। ৩০ লিটারের ৩০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। সিলিন্ডারগুলো দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান ও সদর হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো বলেন, বর্তমানে মৌলভীবাজারে করোনা পরিস্থিতি সারাদেশের তুলনায় ঝুঁকিপূর্ণ। আমাদের ১৬০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এ কঠিন সময়ে রোগীদের জন্য আরও ৫০টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছি। যা রোগীদের খুব উপকারে আসবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: