দেশব্যাপী ফ্রি পণ্য ডেলিভারি সুবিধা দিচ্ছে ইলেক্ট্রো মার্ট

দেশের অন্যতম সর্ববৃহৎ ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট দিচ্ছে অনলাইনে অর্ডারকৃত পণ্যের দেশব্যাপী ফ্রি ডেলিভারি সুবিধা।
কভিড-১৯-এর লকডাউনে ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে অর্ডার করা যাবে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর/ফ্রিজার, টিভি, ওয়াশিং মেশিন, সিলিং ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডার ও মিক্সার, এয়ারকুলার, এয়ারপিউরিফায়ার, এয়ার কার্টেন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ ও অন্যান্য হোম অ্যাপ্ল্যায়েন্স সামগ্রী। যেকোনো ইলেকট্রনিকস পণ্যের প্রয়োজনে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানা যাবে। অনলাইনে অর্ডারকৃত পণ্যে থাকছে ১২ শতাংশ পর্যন্ত বিশেষ নগদ ছাড়।