বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও পানি উন্নয়ন বোর্ড এর মধ্যে চুক্তি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহ্ উদ্দিন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক একেএম ওয়াহেদুদ্দীন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে পানি উন্নয়ন বোর্ডের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআরসির কান্ট্রি অফিসের ভারপ্রাপ্ত প্রধান সঞ্জীব কুমার কাফলে, বাংলাদেশ ও আমেরিকান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আচালা নাভারত্নে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিআরএম বিভাগের পরিচালক বেলাল হোসেন প্রমুখ।
বন্যা পূর্বাভাসের ওপর নির্ভর করে রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত বিভিন্ন কার্যক্রমের পরিধি বাড়ানো এবং বাস্তবায়নে সহযোগিতাই এ চুক্তির অন্যতম উদ্দেশ্য।