নগর অভিযানে জন্য মোটরসাইকেল কিনেছেন চসিক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন
নগর অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন পদক্ষেপ। চার চাকার গাড়ী তে ভ্রমণ না করে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বাইকে চড়ে ঘুরবেন। রাস্তা ঘাটে বিভিন্ন সমস্যা চার চাকার দামি এসি গাড়িতে কালো গ্লাসে ভিতর থেকে বুঝা যায়না, তাই প্রশাসক নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছেন, যাতে করে মানুষের সমস্যা নিজের সামনে কিছু টা হলেও সমাধান করতে পারেন সে-ই চেষ্টা। ২৪/৮/২০২০ ইং হতে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রশাসকের নেতৃত্বে শুরু হচ্ছে ক্রাচ প্রোগ্রাম, প্রশাসক নতুন একটি বাইক কিনেছেন, নগর অভিযানে জন্য। বাইকে থাকবেন প্রশাসক, অন্য বাইকে থাকবেন সড়ক ইন্জিনিয়ার /প্রকৌশলী - ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার গণ। যে পথে দিয়ে প্রশাসক যাবেন সেই সড়কের ভাঙা সড়ক মেরামত -সড়কের রাইট মেরামত করবেন সাথে সাথে। তাহলে বুঝতে-ই পারছেন, আপনার সমস্যা যেখানে - সেখানে সমাধান। প্রশাসকের এই রকম উদ্যোগ কে সচেতন মহলের লোকজন স্বাগত জানিয়েছেন। পূর্বে এই রকমের পদক্ষেপ কখনো নেওয়া হয়েছে কিনা জানা নাই, খুব অল্প সময়ের মধ্যেই নগর বাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন নবনিযুক্ত প্রশাসক জনাব, সুজন।