শিরোনাম

South east bank ad

অবৈধ স্থাপনা উচ্ছেদে মিরপুরে ডিএনসিসির অভিযান

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

অবৈধ স্থাপনা উচ্ছেদে মিরপুরের কালশী রোডে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। কালশী সাংবাদিক আবাসিক এলাকার সামনে থেকে মিরপুর সেকশন-১১ এর পূরবী সিনেমা হলের সামনে পর্যন্ত সড়ক দ্বীপে (মিডিয়ান) নিকটস্থ ব্যবসায়ীরা অবৈধভাবে গ্রিল ও আসবাবপত্র রেখে ব্যবসা করে আসছিলেন। এর ফলে ডিএনসিসি কর্তৃক লাগানো গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো। আজ এসব অবৈধভাবে রাখা প্রায় তিন শতাধিক জানালার গ্রিল, আসবাবপত্র ইত্যাদি উচ্ছেদ করে নিলামে দেওয়া হয়। ৪ হাজার ১০০ টাকায় এসব গ্রিল ও আসবাবপত্র নিলামে দেওয়া হয়। এ এলাকায় অবৈধভাবে স্থাপিত প্রায় ১০০টি দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করায় এবং ট্রেড লাইসেন্স না থাকায় ৪টি দোকানের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: