শিরোনাম

South east bank ad

কমলো সোনার দাম

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

কমলো সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে। ডলার ইনডেক্সের মান খানিকটা বেড়ে যাওয়ায় ফলেই সোনার দাম কমেছে।

বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে সোনার স্পট মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি দুই হাজার ৫১৪ ডলারে নেমে এসেছে। এর আগে ২০ আগস্ট বুলিয়েন সোনার দাম আউন্সপ্রতি দুই হাজার ৫৩১ ডলারে উঠেছিল।

বিশ্লেষকেরা বলছেন, বাজারে সোনার দাম কিছুটা কমলেও স্বল্প মেয়াদে সোনার মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাদের মতে, স্বল্প মেয়াদে সোনার দাম দুই হাজার ৫৩২ ডলারে উঠতে পারে। আর দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ৫৮৫ ডলার থেকে ২ হাজার ৫৯৫ ডলারে মধ্যে থাকতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়, আজ ডলার ইনডেক্সের মান শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে। সে কারণে আজ বিনিয়োগকারীদের কাছে সোনার চেয়ে ডলারের কদর কিছুটা বেড়েছে। আগামী মাসে ফেডারেল রিজার্ভ নীতি সুদ কমাবে, বাজার এখন সেদিকে তাকিয়ে আছে। তখন ডলারের বিনিময় হার কমবে এবং ধারণা করা যায়, তখন সোনার দাম আবার বাড়বে।

BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: