সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ

খ্যাতিমান অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ। বরাবরের মতো আজকের জন্মদিনেও এ বিশিষ্টজনকে কাটাতে হবে দারুণ ব্যস্ততায়। সকালে গুলশানে, বিকালে অলিয়ঁস ফ্রসেজ এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে- তিনটি ভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। জন্মদিন উপলক্ষে আসাদুজ্জামান নূর বলেন, সত্যি বলতে কী এখনতো বয়স হয়েছে, তাই বিশেষভাবে জন্মদিন উদ্যাপনের তেমন কোন সুযোগ নেই। প্রতিবারের মতো এবারও কাজের মধ্যদিয়েই স্বাভাবিকভাবে আমার আজকের জন্মদিনটি কাটবে। সবার দোয়া ও ভালোবাসা চাই যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। এদিকে আসাদুজ্জামান নূর আজ রাতের ফ্লাইটেই ওমান যাচ্ছেন। তিনি সেখানে বিভিন্ন দেশের সংস্কৃতি মন্ত্রীদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। ওমানে তিনদিন থাকবেন আসাদুজ্জামান নূর।
বিডি ফিনান্সিয়াল নিউজ২৪.কম এর পক্ষ থেকে আসাদুজ্জামান নুরকে জন্মদিনের শুভেচ্ছা।