প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসায় বিশেষ ছাড়
প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন থেকে ইউনাইটেড হেলথকেয়ার চিকিৎসা নিলে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এ সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও ব্যাংকের সকল কর্মীরা ইউনাইটেড হেলথকেয়ার-এর সেবায় বিশেষ সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে- ইউনাইটেড হেলথকেয়ার-এ সকল প্যাথলজি টেস্টে ২০% ছাড়, রেডিওলজি ও ইমেজিং বিভাগে করা সকল ডায়াগনস্টিক টেস্টে ১০% ছাড় এবং পেশেন্ট ভর্তির ক্ষেত্রে কেবিন ভাড়ায় ৫% ছাড়।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর চিফ ফিনান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সমঝোতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
-------


