South east bank ad

‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’ চালু করল মার্কেন্টাইল ব্যাংক

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’ চালু করল মার্কেন্টাইল ব্যাংক



মার্কেন্টাইল ব্যাংক পিএলসি প্রাইম গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করতে আজ চালু করল বিশেষ সেবা ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’। ধানমন্ডির সাতমসজিদ রোডে ব্যাংকের নিজস্ব ভবন এমবিএল সেন্টারে ফিতা কেটে এই সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। 


প্রধান অতিথি তার বক্তব্যে ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’কে একটি অত্যাধুনিক ও যুগোপযোগী সার্ভিস উইন্ডো হিসেবে উল্লেখ করেন, যেখানে গ্রাহকরা চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন কাস্টমাইজড ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। ব্যাংকের সেবার মানকে আরও একধাপ এগিয়ে নিতে এবং গ্রাহকদের জন্য সর্বাধুনিক সেবা নিশ্চিত করতে সুদক্ষ ও প্রশিক্ষিত ব্যাংক কর্মকর্তারা এখানে কাজ করছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন। 


অনুষ্ঠানে প্রায়োরিটি গ্রাহকগণ সহ উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা; এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হেড অব রিটেইল ব্যাংকিং অসীম কুমার সাহা। এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও বিভিন্ন শাখার প্রধান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: