শিরোনাম

South east bank ad

মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেটিভ প্রোগ্রাম (এসআইসিআইপি) অধীনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান, উদীয়মান ব্যবসার জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং সমগ্র বাংলাদেশে অন্তর্ভূক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্র তৈরি ও প্রসার বৃদ্ধি করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মোঃ খসরু পারভেজ এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সৈয়দা আমিনা ফাহমিন; বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা এবং প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক (এসআইসিআইপি-পিআইইউ) মোঃ নজরুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ফাইন্যান্সিং বিভাগের প্রধান মোহাম্মদ ফারুক আহমেদ এসময় অন্যদের সাথে উপস্থিত ছিলেন। 


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: