শিরোনাম

South east bank ad

শাহজালাল ইসলামী ব্যাংকের এএমডি হলেন ইমতিয়াজ ইউ আহমেদ

 প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

শাহজালাল ইসলামী ব্যাংকের এএমডি হলেন ইমতিয়াজ ইউ আহমেদ

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ ইউ আহমেদ। সম্প্রতি এই পদে পদোন্নতি পান তিনি। পদোন্নতি লাভের পূর্বে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ইমতিয়াজ ইউ আহমেদ ২০০৩ সালে শাহজালাল ইসলামী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

ব্যাংকিং সেক্টরে করপোরেট ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা, মানবসম্পদ, ট্রেজারি ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিংয়ে তার রয়েছে সুবিশাল অভিজ্ঞতা। তিনি করপোরেট এবং রপ্তানি অর্থায়ন খাতে বিনিয়োগে ব্যাংকের উপস্থিতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব এবং কর্মদক্ষতা ব্যাংকের আর্থিক সূচকসমূহকে দৃঢ় অবস্থানে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ব্যাংকিং সেক্টরে ২৫ বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন ইমতিয়াজ ইউ আহমেদ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসিতে কাজ করেছেন। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের অধীনে কেপিএমজি রহমান রহমান হকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

ইমতিয়াজ ইউ আহমেদ ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত উন্নয়নে দেশে ও বিদেশে অনুষ্ঠিত অনেক ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: