শিরোনাম

South east bank ad

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

 নিজের বা পৃথিবী ছেড়ে চলে যাওয়া বাবা-মায়ের আখিরাতের জন্য দান করতে ইসলামী ব্যাংকিং সেবা ‘সদকাহ জারিয়াহ অ্যাকাউন্ট চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে দান করতে পারেন, যাতে সমাজে তাদের অবদান চলমান থাকে।


সর্বোচ্চ মুনাফার হার সহ ‘সদকাহ্ জারিয়াহ্ অ্যাকাউন্ট সেবা এটা নিশ্চিত করবে যে, গ্রাহকের দান অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে সমাজে অবদান রেখে চলেছে। গ্রাহকরা এই একাউন্টে কিস্তি সুবিধা বা এককালীন দান করতে পারবেন। সম্প্রতি ঢাকা আহ্সানিয়া মিশনের সাথে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রাইম ব্যাংক। নতুন এই সেবা চালু উপলক্ষ্যে প্রাইম ব্যাংক- আস-সুন্নাহ ফাউন্ডেশনবাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনসেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এবং মাস্তুল ফাউন্ডেশনের সাথেও চুক্তি স্বাক্ষর করেছে। সাদকাহ্ জারিয়াহ্ অ্যাকাউন্টে জমা হওয়া তহবিল থেকে অর্জিত মুনাফা এসব দাতব্য সংস্থা দান করা হবে। প্রাইম ব্যাংক অত্যন্ত সতর্কতা  স্বচ্ছতার সঙ্গে এই তহবিল পরিচালনা করবে।


প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোনাজিম চৌধুরী বলেন, ‘সদকাহ্ জারিয়াহ্ অ্যাকাউন্ট সেবার মাধ্যমে গ্রাহকদের দাতব্য কাজে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নিজের উদারতা অব্যাহত রাখার একটি অর্থবহ উপায়।’


ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করে বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রাইম ব্যাংক এই নতুন ইসলামিক সেবা চালু করেছে। যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চানতাদেরকে সদকাহ জারিয়াহ অ্যাকাউন্ট খোলার জন্য উৎসাহিত করছে প্রাইম ব্যাংক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: