শিরোনাম

South east bank ad

‘ইবিএল সুপার সেভার’ নিয়ে এল ইস্টার্ন ব্যাংক

 প্রকাশ: ১২ জুন ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

‘ইবিএল সুপার সেভার’ নিয়ে এল ইস্টার্ন ব্যাংক

ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের জন্য ইবিএল সুপার সেভার প্রবর্তন করল ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। গতকাল গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ সেবা উদ্বোধন করা হয়

এ সময় উপস্থিত ছিলেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিকসহ রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগের সিনিয়র কর্মকর্তারা।

 প্রসঙ্গত, একটি নির্দিষ্ট সময় ধরে যেকোনো ব্যক্তির ইবিএল চলতি/সঞ্চয়ী হিসাবে ৫ লাখ বা তদূর্ধ্ব টাকা জমা থাকলেই তিনি ‘ইবিএল সুপার সেভার’ গ্রাহক সেগমেন্টের সদস্য হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: