চট্টগ্রামের মিরসরাইয়ে এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে চালু হয়েছে টেকনিক্যাল স্কুল

সম্প্রতি চট্টগ্রামের মিরসরাইয়ে এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে চালু হয়েছে ‘ইউসেপ-ক্লিফটন-অপকা টেকনিক্যাল স্কুল’। এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে ইউসেপ বাংলাদেশ পরিচালিত ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের আওতায় ইউসেপ-ক্লিপটন-অপকা টেকনিক্যাল স্কুলের কার্যক্রম শুরু করে উপজেলার মস্তাননগরে ইউসেপের অস্থায়ী কার্যালয়ে। স্কুলটিতে এইচএসবিসি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সুইং মেশিন অপারেটর ট্রেডে ২৫ জন নারী ও ইলেকট্রিক্যাল ট্রেডে ২৫ জন পুরুষকে প্রশিক্ষণ দেয়া হবে।
এরই মধ্যে স্কুলে ভর্তি শুরু হয়েছে। প্রশিক্ষণার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেয়া হবে না বলে জানান কর্তৃপক্ষরা। স্কুলে প্রশিক্ষণ নেয়া সব শিক্ষার্থীর ব্যয়ভার বহন করবে এইচএসবিসি। তিন মাসের প্রশিক্ষণ শেষে দেয়া হবে সনদ।