জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রূপালী ব্যাংক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রূপালী ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এ সময় ডিএমডি মো. এবনুজ জাহান, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম মো. শফিকুল ইসলাম, মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী, গোলাম মর্তূজা, ওয়াহিদা বেগম, মো. শওকত আলী খান, আবুল খায়ের, ইয়াছমিন বেগম ও ইকবাল হোসেন খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।