শিরোনাম

South east bank ad

হিরো ও পাঠাও চুক্তি

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

হিরো ও পাঠাও চুক্তি
বাংলাদেশে রাইড শেয়ারিংয়ের অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক করে তুলতে চুক্তি করেছে ‘পাঠাও’ ও ‘হিরো’। সম্প্রতি রাজধানীর নিটল মোটরসের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। চুক্তির আওতায় বিদ্যমান ও সম্ভাব্য সকল ‘পাঠাও’ রাইডার এবং ব্যবহারকারীরা আকর্ষণীয় অফারে হিরো মোটরবাইক কিনতে পারবেন। পাঠাওয়ের সিইও হুসেইন এম ইলিয়াস ও নিলয়-হিরোর প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আবু আসলাম চুক্তিতে সই করেন। এ সময় পাঠাও-এর বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ইফতেজার সাঈদ, পাঠাও কুরিয়ার সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট নূর ইবনে সাঈদ ও প্রজেক্ট ম্যানেজার মাহফুজুল আমিন শেখ এবং নিলয়-হিরোর আইন ও সরকার সম্পর্কীয় বিভাগের প্রধান মীর আহসান আলী, বিক্রয় বিভাগের প্রধান মোহাম্মদ বরুদ্দোজা, করপোরেট সেলস প্রধান তানিম কুরাইশি ও বিপণন বিভাগের প্রধান মাহবুব আলম উপস্থিত ছিলেন।
BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: