শিরোনাম

South east bank ad

করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছি। এ সফলতার দা‌বিদার সবাই। এর পেছনে অনেকে নিরলসভা‌বে কাজ ক‌রে‌ছেন, এখনও কর‌ছেন। প্রতি‌টি সরকা‌রি হাসপাতালে ২০টি ক‌রে শয্যা করোনার জন্য আলাদা করা হয়েছে। ল্যাব, অক্সিজেন প্ল্যান্ট স্থাপনসহ টেলিমেডিসিন সেবার ব্যবস্থাও করা হয়েছে।

রোববার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের সংবর্ধনা এবং অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতি‌থির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেক বলেন, বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে একদিনে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা দিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাত বিশ্বে রেকর্ড স্থাপন করেছে। এদিন আমাদের এক কোটি ডোজ করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু দিন শেষে আমরা ১ কোটি ১১ লাখ প্রথম ডোজ এবং আরো ৯ লাখ টিকার ২য় ডোজ দিতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট প্রায় শতভাগ পূরণ করতে পেরেছি। সাধারণ মানু‌ষের আগ্রহের কার‌ণে টিকা কর্মসূচির সময়সীমা আরো দুদিন বাড়ানো হয়েছে।

জাহিদ মালেক বলেন, দেশে এখন পর্যন্ত সর্ব‌মোট ২০ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর ম‌ধ্যে প্রথম ডোজ দেওয়া হ‌য়ে‌ছে ১২ কো‌টির বে‌শি এবং দ্বিতীয় ডোজ ৮ কো‌টি বে‌শি মানুষ‌কে দেওয়া হ‌য়ে‌ছে।

আমাদের জনগণ আগ্রহের সঙ্গে টিকা নিয়েছেন, যে কারণে আমরা করোনা মোকাবিলা করতে পেরেছি ব‌লেও জানান স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রী জা‌হিদ মা‌লেক।

এদিকে, স্বাস্থ্য অধিদফতর জা‌নি‌য়ে‌ছে- শ‌নিবার (২৬ ফেব্রুয়া‌রি) পর্যন্ত ১২ কোটি ৭ লাখের বেশি মানুষকে ক‌রোনার প্রথম ডোজ টিকা দেওয়া হ‌য়ে‌ছে। টিকা দেওয়ার ক্ষে‌ত্রে এটি এক‌টি মাইলফলক।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: