আসামি ধরতে গিয়ে স্ট্রোক, হাসপাতালে মারা গেলেন এসআই
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহ সদরে আসামি ধরতে গিয়ে স্ট্রোক করে তানজিল আল আসাদ (৪৮) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
তানজিল আল আসাদ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি গাজীপুর জেলার নুরুল হক প্রধানের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এসআই তানজিল ওয়ারেন্টের আসামি ধরতে বিকেলে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে যান। সেখানে হঠাৎ স্ট্রোক করেন। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।