শেষ হলো ফায়ার সার্ভিসের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দক্ষতা বাড়াতে আন্তঃবিভাগীয় পেশাগত প্রতিযোগিতার আয়োজন করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) শেষ হয়।
নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মালটিপারপাস কমপ্লেক্স মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
অধিদপ্তরের পরিচালকসহ আটটি বিভাগ থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার একটি একক ও একটি দলগত ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
পুরস্কার ছাড়াও তিনি তার পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে এক হাজার টাকা করে এবং চ্যাম্পিয়নদের দুই হাজার টাকা করে প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দেন।
প্রতিযোগিতা শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিজয়ীদের অভিনন্দন জানান এবং সবাইকে আগামীতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স ও মেইন্টেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্মসচিব মো. হাবিবুর রহমান।
আন্তঃবিভাগীয় পেশাগত প্রতিযোগিতায় তিনদিনে পাঁচটি ইভেন্টে সারাদেশের আট বিভাগ থেকে আসা ফায়ার সার্ভিসের ১২০ জন প্রতিযোগীরা অংশ নেন।