পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেটের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ঐতিহ্যবাহী পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান -২০২২ পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপ্রতি মোঃ নিশারুল আরিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিতোষ ঘোষ অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) , এসএমপি, সিলেট, মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এসএমপি, সিলেট, মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এসএমপি সিলেট, জাহাঙ্গীর কবীর আহাম্মদ আঞ্চলিক উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা- সিলেট অঞ্চল , সিলেট, মোঃ আফতাব চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম এবং সঞ্চালনায় ছিলেন সহকারি প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, সিনিয়র শিক্ষিকা রমা রানী চক্রবর্ত্তী, সহকারি শিক্ষক সেলিম আহমদ ও সহকারি শিক্ষিকা জুমারা জান্নাত। ক্রীড়া কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো: শাহাদাত হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যগণ ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় ক্রীড়া অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ক্রীড়া নৈপুণ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূষসি প্রশংসা করেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। করোনা অতিমারীর মাঝে সবাইকে ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানোসহ পরিশেষে সভাপতি অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।