ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
জাহিদুল ইসলাম খান, (ভালুকা):
ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়।
আজ (২৪ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুরে নয়া কমিটির সভাপতি ইফতেখার আহমেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদারের নেতৃত্বে মোটরশোভাযাত্রাসহ বিশাল আনন্দ মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিমান্তবর্তি মাষ্টারবাড়িসহ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে।
পরে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদ ও ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন সাহেবে ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদের পিতা সাবেক মেম্বার মরহুম সাকেন আলীর কবর জিয়ায়ত করেন।
আনন্দ মিছিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ্বসহ কয়েকশ নেতা কর্মী অংশগ্রহণ করেন।