শিরোনাম

South east bank ad

মরহুম আব্দুল খালেক এমপি'র মৃত্যুবার্ষিকীতে সেক্টর কমান্ডারস ফোরামের শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

নেত্রকোনার রাজনীতির প্রবাদ পুরুষ মরহুম জননেতা আব্দুল খালেক এমপির ৪৬ তম মৃত্যু বার্ষিকীতে নেত্রকোনা সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ এর উদ্যোগে শোক র‍্যালি ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তেরিবাজারস্থ সেক্টর ফোরাম কার্যালয় থেকে র‍্যালিটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতপাই গোরস্থানে সেক্টর কমান্ডারস ফোরাম ও আপামর জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শোক র‍্যালি ও শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন নেত্রকোনা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি
বীর মুক্তিযুদ্ধা শামসুজ্জোহা, বীর মুক্তিযুদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা জেলা বারের পিপি অ্যাডভোকেট ইফতেকার উদ্দিন মাসুদ, এডভোকেট সিধাংশু সুকুমার আচর্য, আটপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কায়রুল ইসলাম।

এছাড়াও আপামর জনগন শোক র‍্যালিতে অংশ গ্রহন করেন। র‍্যালি শেষে নেত্রকোনা সেক্টর কমান্ডারস ফোরামে আলোচনা সভা অনুষ্টিত হয়।

মরহুম আব্দুল খালেক এমপি মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, বাংলার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে মদন -খালিয়াজুরী ও আটপাড়া থানার কিয়দাংশ নিয়ে গঠিত নির্বাচনি এলাকার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ১৯৭৫ সালে (২৩ শে ফেব্রুয়ারি) রাত ১২.৩০ মিনিটে আততায়ীর গুলিতে নিহত হন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: