নলছিটিতে নবজাতকের লাশ উদ্ধার
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত পরিচয় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ নদী থেকে ভাসমান অজ্ঞাত নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিশ্চিত করেন। জানা যায়, দপদপিয়া ইউনিয়নের রামনামকাঠী এলাকায় খয়রাবাদ নদীতে অজ্ঞাত নবজাতক শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতাউর রহমান জানান,খয়রাবাদ নদী থেকে ভাসমান অবস্থায় একটি নবজাতকের নাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।