শিরোনাম

South east bank ad

যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালিত

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাঙ্গালির মননে অনন্য মহিমায় ভাস্বর ভাষা আন্দোলনের স্মৃতিবহ এ দিনটি।

মাতৃভাষার অধিকার, স্বাধিকার আন্দোলন ও বাঙ্গালির জাতিস্বত্তা বিকাশের সংগ্রাম সূচনার এ দিনটি স্মরণে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের অম্বিকা ময়দানে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানো হয়।

প্রথমেই শহিদ বেদিতে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি’র পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক অতুল সরকার এর নেতৃত্বে কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন। অতঃপর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এর আগে শহিদদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।

গতকাল (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্তর হতে প্রভাতফেরি শুরু হয়ে শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানস্থ শহিদ মিনারে শেষ হয়।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৫ টায় কবি জসীম উদদীন হলে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শামীম হক, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রমুখ

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: