ভাষাশহীদদের প্রতি স্বাচিপের শ্রদ্ধা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শহীদ মিনারে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
একই সময় স্বাচিপ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষে সদস্যসচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটোর নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা রউফ সর্দার, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ডা. আ. ফ.ম আরিফুল ইসলাম (নবীন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা স্বাচিপের সদস্য ডা. তুুষার এনায়েত, মোহাম্মদ কুতুব উদ্দীন প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিটের স্বাচিপ সমর্থিত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ভাষা শহীদদের প্রতি স্বাচিপের শ্রদ্ধা
এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম।
বিজ্ঞাপন
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।