নিজ ঘরে মিললো বৃদ্ধার ঝুলন্ত মরদেহ
মোঃ জামাল হোসেন, (বেনাপোল):
যশোরের বেনাপোলে নূরজাহান বেগম (৬১) নামে এক বৃদ্ধার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের দক্ষিন বারোপোতা গ্রাম থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নূরজাহান বেগম ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নূরজাহান বেগমের গলায় দঁড়ি পেঁচানো অবস্থায় নিজ ঘরের বাঁশের আড়ার সাথে মরদেহ ঝুলতে দেখে দড়ি কেটে নামানো হয়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়।
বৃদ্ধার ছেলে মহাসিন জানান, আমার মা ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার ঘুমাতে যায়। তারপর কোন সাড়া না পেয়ে ঘরে গিয়ে মাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে বাড়ির সবাইকে ডাকা হয়। কি কারণে মা আত্মহত্যা করেছেন সেটা আমরা কিছুতেই বুঝতে পারছি না।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে।