টেকনাফে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি ও একটি দেশীয় অস্ত্রসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ।
গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হাফেজ শফিক (২৬), আমান উল্ল্যাহ (২৬), জামাল আহাম্মদ (৫১)। রাতে ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
১৬ এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছে থাকা ১টি নাইন এমএম বিদেশি ও দেশীয় (এলজি) উদ্ধার করা হয়।
এছাড়াও ওই রোহিঙ্গারা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।