শিরোনাম

South east bank ad

চট্টগ্রামের হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চট্টগ্রামের মিরসরাইয়ের সাহেবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার আবুল কাশেম হত্যা মামলার আসামি বেলায়েত হোসেনকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আবুল কাশেম ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাত বারের নির্বাচিত সদস্য (মেম্বর) ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বেলায়েত মিরসরাই উপজেলার দক্ষিণ মগাদিয়া এলাকার মৃত মো. তাজুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

জানা গেছে, গত ২৬ জানুয়ারি মিরসরাইয়ের সাহেবখালী ইউনিয়নের সাবেক মেম্বার আবুল কাশেমকে কুপিয়ে গুরুতর আহত করে একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্রের আঘাতে তার বুকের বাম পাশ, পিঠ, হাত এবং মাথায় মারাত্মক জখম হয়। মারধরের পর তার পুরো শরীর গর্তের মধ্যে মাটিচাপা দিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভর্তির পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে কাশেমের ফুসফুস, লিভার ও কিডনি আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে চট্টগ্রামের মিরসরাই থানায় একটি মামলা দয়ের করেন। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারি ভোরে মারা যান কাশেম।

চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জাগো নিউজকে বলেন, আলোচিত কাশেম হত্যাকাণ্ডের প্রধান আসামি বেলায়েত ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলায়েত হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: