“আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ”
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শিল্পাঞ্চল এলাকায় শান্তিপূর্ণভাবে শ্রম অসন্তোষ নিরসনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ”
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, আশুলিয়া, ঢাকা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর শিল্প এলাকায় বকেয়া বেতন ও পাওনাদি নিয়ে সৃষ্ট শ্রম অসন্তোষ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যদের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে নিরসনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, আশুলিয়া, ঢাকাঃ
গতকাল ১৫/০২/২২ইং তারিখ সকাল ০৮.০০ ঘটিকা হতে ঢাকা ইপিজেডে অবস্থিত শাহিন ফ্যাশন বিডি লিমিটেড এর ছাঁটাইকৃত প্রায় ৪০০ জন শ্রমিক ফ্যাক্টরি এবং বেপজা কর্তৃপক্ষের নিকট তাঁদের বকেয়া পাওনাদি কবে পরিশোধ করা হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট তারিখের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে, বেলা ১১.২০ ঘটিকায় বেপজার ডিজিএম ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, আশুলিয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার শ্রমিকদের সাথে কথা বলেন এবং শ্রমিকদেরকে জানান কে ডি এস গ্রুপ প্রাথমিকভাবে ফ্যাক্টরীটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ফ্যাক্টরী বিক্রি হলে আগামী ০২ মাসের মাঝে শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা হবে। পরবর্তীতে, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে চলে যায়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরঃ
গাজীপুরে অবস্থিত গোরিয়াং ফ্যাশন লিমিটেড এর শ্রমিকেরা গত ১২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ থেকে সুইং সেকশন এবং ফিনিশিং সেকশনের শ্রমিকরা নিজেদের মধ্যে কলহে লিপ্ত হয় এবং মারামারি করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ ফেব্রুয়ারি,২০২২ তারিখ পর্যন্ত তারা ফ্যাক্টরিতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। ফ্যাক্টরীর মালিকপক্ষ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০২ এর প্রচেষ্টায় অচলাবস্থার নিরসন না হওয়ায় মালিকপক্ষ ১৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে ।
শ্রমিকরা ফ্যাক্টরিতে এসে বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয় ফ্যাক্টরির সামনে রাস্তা অবরোধ করে। পরবর্তীতে, ঢাকা-ময়মনসিংহ রাস্তা অবরোধের চেষ্টা করলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০২, গাজীপুরের সদস্যরা আইন-অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মহাসড়কে গাড়ির চলাচল নিশ্চিত করেছে।