বিশ্ব বেতার দিবস আজ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ বিশ্ব বেতার দিবস। সম্প্রচার মাধ্যম হিসেবে বেতারের গুরুত্ব তুলে ধরে বিশ্বের অন্যান্য স্থানের মত আজ দেশে দিবসটি উদযাপিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘রেডিও অ্যান্ড ট্রাস্ট’, ‘সবাই মিলে বেতার শুনি, বেতারেই আস্থা রাখি’।
দিবসটি উপলক্ষে গতকাল (১৩ ফেব্রুয়ারি) রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।
এসময় দেওয়া বক্তব্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেতারের প্রচার আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি মানবিকতার বিকাশ ও নীতি নৈতিকতার ওপর জোর দিয়ে অনুষ্ঠান নির্মাণের জন্য বাংলাদেশ বেতারকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন পিএএ। ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও দপ্তর প্রধান বিয়েট্রিস কালডান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল উপায়ে যুক্ত হন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে দেশবরেণ্য শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার করছে।