শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১, কমেছে জিপিএ-৫

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. নজরুল ইসলাম, (ময়মনসসিংহ):

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসিতে পাসের হার ৯৫.৭১। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিল ১০ হাজার ৪০ জন। বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ২৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ (১৩ ফেব্রুয়ারি) রবিবার দুপুরে প্রকাশিত ফলাফল বোর্ডের ওয়েব সাইট ও গনমাধ্যমকর্মীদের কাছে মেইল পাঠানো হয়েছে। বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক মো শামসুল ইসলাম স্বাক্ষরিত ওই মেইল বার্তায় জানা যায়, এবারে পরীক্ষা পাশের হার ৯৫:৭১ শতাংশ।

এবারে জিপিএ-৫ পেয়েছেন ৭৬৮৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পাওয়ায় মেয়েরা এগিয়ে ৪,১২৩ জন, ছেলেরা পেয়েছেন ৩,৫৬৪ জন। এবারে ফরম পূরন করেছিলেন, ৭০,৯৭৭ জন আর পরীক্ষায় অংশ গ্রহন করেছিলেন ৬৯,২১৭ জন পরীক্ষার্থী। কৃতকার্য হয়েছেন ৬৬,২৫০ পরীক্ষার্থী।মেয়ে পরীক্ষার্থী ৩৫,৫৪৯, ছেলে পরীক্ষার্থী ছিলেন ৩৩,৬৬৮ জন।

মোট জিপিএ-৫ পেয়েছেন ৭,৬৮৭।পাশের হারে অগ্রগামি জেলা নেত্রকোনা ৯৬%৪৩। একজন শিক্ষার্থিও কৃতকার্য হয়নি এমন প্রতিষ্ঠান একটি। ২৭৫ প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান ২৯টি। ২০০০ সালের তুলনায় জিপিএ-৫ এবারে কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১০,০৪০ জন, এবারে পেয়েছেন ৭৬৮৭ জন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: