স্বামীকে জারজ সন্তানবলায় অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যা
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার ধুনটে জারজ সন্তান বলে গালি দেওয়ায় পিয়ারা খাতুন প্রিয়া (২২) নামে তিন মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে শ^াসরোধে হত্যা করেছে তার স্বামী সজিব হোসেন (২৫)।
গতকাল (৯ ফেব্রুয়ারি) বুধবার সকালের দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বগুড়া আদালতে হাজির করা হলে সজিব হোসেন স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জোড়খালি গ্রামের হোসেন আলীর মেয়ে পিয়ারা খাতুন প্রিয়ার প্রায় ৫ বছর আগে একই এলাকার শিমুলবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে সজিব হোসেনের সঙ্গে বিয়ে হয়। পেশায় কাঠমিস্ত্রি সজিব হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে। গত ২২ জানুয়ারি সকালে মাদক দ্রব্য কেনার জন্য গ্যাসের চুলা বিক্রি করতে চায় সজিব হোসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তখন পিয়ারা তার স্বামীকে জারজ সন্তান বলে গালি দেয়। এতে ক্ষুব্ধ হয়ে পিয়ারাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে তার স্বামী।
এ ঘটনায় নিহত পিয়ারার বাবা হোসেন আলী বাদি হয়ে ওই রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সজিব হোসেন ও তার মা সাজেদা বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়। পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে শেরপুর শহরের দাড়কিপাড়া এলাকা থেকে সজিব ও তার মাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরে ৬ মার্চ মা ও ছেলেকে রিমান্ডে নেয় পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার সন্ধ্যায় মা ও ছেলেকে আদালতে হাজির করা হয়।