পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে গতকাল বুধবার সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবার সভাপতিত্বে ফেব্রুয়ারি/২০২২ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সপ্তাহ-২০২২ এ পুলিশ সুপার মহোদয় বিপিএম-সেবা প্রাপ্তি এবং পুলিশ সুপার এঁর দক্ষ নেতৃত্বের ফলশ্রুতিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সমগ্র বাংলাদেশের পুলিশ ইউনিট সমূহের মধ্যে চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে ১ম স্থান এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৩য় স্থান অধিকার করায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউনিট আনুষ্ঠানিকভাবে ফুলেল সংবর্ধনা জানায়।
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত অসুবিধা সমাধান সহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন। জনসাধারণের দোর গোড়ায় পুলিশি সেবা দ্রুত পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং প্রতিকূল আবহাওয়ায় বিচ্ছিন্নভাবে পুলিশী সেবা পৌঁছে দিতে আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে একটি পিকআপ গাড়ী আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের অফিসার ফোর্সবৃন্দ।